Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশি ৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা আট বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হচ্ছে- আব্দু রশিদ (৩৮), সৈয়দ করিম (৪২), নূর হাসান (২৭), মোহাম্মদ উল্লাহ (৫৫), জামাল হোসেন (৪০), দিল মোহাম্মদ (৩৬), মোহাম্মদ সাদেক (৩৫) ও মোহাম্মদ জাকেরকে (৫৫)। এরা সবাই টেকনাফ উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে সেন্টমার্টিনের মৌলভীর শিল পয়েন্ট থেকে একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়ে তাদের ধরে নেয়া হয় বলে এক ট্রলার মালিকের অভিযোগ। টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের মাঝেরপাড়ার বাসিন্দা ট্রলার মালিক আবুল হোসেন বলেন, তার ট্রলারে করে বৃহস্পতিবার রাতে সেন্টমার্টিনের দক্ষিণে মৌলভীর শিল পয়েন্টে মাছ ধরছিলো আট জেলে।
“মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা একটি জাহাজে করে এসে জেলেদের ধাওয়া দেয়। বাংলাদেশী জেলেদের কয়েকটি  ট্রলার পালিয়ে আসতে সক্ষম হলেও আমার ট্রলারটিকে তারা ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। পরে জেলেদের জাহাজে তুলে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী।”
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, শুক্রবার সকালে ট্রলার মালিকের অভিযোগ পেয়ে মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের তথ্য জানাতে পারেনি।
তিনি আরো জানান, জেলেরা শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে সাগরে মাছ ধরছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ