Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ছারছীনা সংবাদদাতা : শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম আল্লামা শাহ্ সূফী মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহ.) এর ৬৫ তম ও তারই জানেশীন মুজাদ্দিদে জামান শাহ্ সূফী মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর ২৭তম ইন্তেকাল বার্ষিকী, তিন দিনব্যাপী ১২৭ তম ছারছীনা মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ সম্মেলন সন্ধ্যা নদীর তীরে অবস্থিত দরবার শরীফের বিশাল ময়দানে আজ বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার তা’লীম, কুরআন তেলাওয়াত, মিলাদ-ক্বীয়াম ও সংক্ষিপ্ত নসীহত-এর মাধ্যমে শুরু হচ্ছে। এদিকে গতকাল বাদ মাগরীব পীর ছাহেব কেবলা জিকির-আজকার, কোরআন তেলাওয়াত ও সংক্ষিপ্ত নসীহত, মিলাদ-ক্বিয়াম ও সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী মাহফিলের উদ্বোধন করেন। মূলত আজ বাদ ফজর থেকে মাহফিলের মূল কার্যক্রম শুরু হবে। মাহফিলে ইসলামের মৌলিক বিষয়াবলীর উপর দলীলভিত্তিক আলোচনা পেশ করবেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া ও আলিয়া মাদ্রাসার মুহতারাম আসাতেজায়ে কেরাম এবং দরবারের বিশিষ্ট ওলামা, খোলাফাবৃন্দ। প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব জিকির-আজকার এবং তরীকা-তাসাউফের উপরে গুরুত্বপূর্ণ তা’লীম ও সোমবার বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে লাখো লাখো ভক্ত-মুরীদানের নিয়ে আখেরী মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চল হতে বাস, ট্রাক, লঞ্চ, নসীমন, ট্রলার রিজার্ভ করে হাজার হাজার ভক্ত মুরীদান ইতোমধ্যে দরবার শরীফে হাজির হয়েছেন। অনেক মুরীদান ও ভক্তবৃন্দ দরবার শরীফে যাওয়ার লক্ষ্যে পথে রয়েছেন।
মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, আনসার, অন্যান্য গোয়েন্দা সংস্থার পাশাপাশি ফায়ার সার্ভিস, মাদ্রাসার ছাত্রবৃন্দ কাজ করে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ