Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ঠাকুরগাওয়ে দ্বন্দ্ব ভুলে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান মির্জা আলমগীরের

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ৪:২১ পিএম | আপডেট : ৫:৫৭ পিএম, ১০ মার্চ, ২০১৭

দলীয় নেতাকর্মীদের সব দ্বিধা দ্বন্দ ভুলে গিয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ মার্চ ঢাকা থেকে বিমানযোগে সৈযদপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সাংগাঠনিক সফরে যাবার প্রাক্কালে দুপুরে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়ার বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এ আহ্বান জানান। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে নেতা কর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এসময় উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ সহ দলের সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে তিনি হরিপুর উপজেলার উদ্দেশ্যে পীরগঞ্জ ত্যাগ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ