Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিরে দেখা স্বাধীনতার মাস

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


হোসেন মাহমুদ : আজ ১০ মার্চ নগর-শহর-বন্দর সর্বত্রই জনতার কন্ঠে এক আওয়াজ ধ্বনিত হচ্ছিল বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ। উৎসাহী ছাত্ররা যে যেখানে পারছিল সেখানেই লাঠি হাতে আসন্ন যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিল। মিছিল-মিটিং ছিল নিত্যদিনের চিত্র। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে সুস্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের জনগণের ইচ্ছা-অনিচ্ছাই আজ শেষ কথা। এদিন পূর্ব পাকিস্তান থেকে প্রকাশিত দৈনিক পাকিস্তান (পরে দৈনিক বাংলা) নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহŸান জানিয়ে সম্পাদকীয় প্রকাশ করে। তৎকালীন পরিস্থিতিতে এটা ছিল বিরাট সাহসের ব্যাপার। পত্রিকা কালবিলম্ব না করে জনগণের দাবি মেনে নেয়ার জন্যও সরকারের প্রতি আহŸান জানায়। এদিকে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের প্রকৃত অবস্থা বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য বিদেশি সাংবাদিকদের প্রতি আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ