Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ত্রিশালে জেএমবি সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাউদকান্দা গ্রামে অভিযান চালিয়ে জেএমবির তালিকাভুক্ত সদস্য আবু রায়হান বিন সাদেক ওরফে রায়হান (৩২)-কে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। সে সাদেকুর রহমানের পুত্র।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ভোর রাতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করা হয়েছে। রায়হান জেএমবির একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনের ১(খ) ৮/৯(৩)/১০ ধারায় ত্রিশাল থানায় একটি মামলা রয়েছে। পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার কথাও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ