Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশের ৯০ ভাগ মানুষ গ্রিক দেবী মূর্তির বিরুদ্ধে প্রতিবাদরত-আল্লামা নূর হোছাইন কাসেমী

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী সভাপতি আল্লামা নূর হোছাইন কাসেমী এক বিবৃতিতে বলেন, দেশের ৯০% মানুষ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবীর মূর্তি বিরোধী অবস্থানে প্রতিবাদরত।
তৌহিদী জনতার স্মারকলিপি, প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন আঙ্গিকে স্বাধীন ও শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা না বুঝে গ্রিক মূর্তি অপসারণ করতে বিলম্ব করলে সরকারকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। তৌহীদি জনতা দেশব্যাপী আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলন করতে বর্তমানে প্রস্তুত রয়েছে। ইসলামপ্রিয় জনতা মনে করে, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে হলেও ইসলামী তাহযীব-তামাদ্দুন ও ঈমান বিরোধী গ্রিক মূর্তি অপসারণ করতে হবে। সুতরাং দেশের জনগণকে কঠিন পরিস্থিতির মুখোমুখি না করে অবিলম্বে গ্রিক মূর্তি অপসারণ করে সরকারকে ভয়াবহ পরিণতি থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ