Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নারী কর্মীদের সাফল্য অব্যাহত

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিগত বছরের ন্যায় এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) নারী কর্মীরা। ‘অ্যাস্পায়ারিং ওমেন লিডার’ ক্যাটাগরিতে কোম্পানির এরিয়া ম্যানেজার ফারহানা চৌধুরী এবং ‘প্রগেসিভ ওমেন লিডার’ ক্যাটাগরিতে কোম্পানির এইচআর বিজনেস পার্টনার আদ্রিতা দত্ত পুরস্কার লাভ করেছেন। বুধবার (৮ মার্চ) ব্রান্ড ফোরামের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
চ্যালেঞ্জিং এবং বৈচিত্র্যময় বিপণন খাতে সফলতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে সম্মানিত হন ফারহানা চৌধুরী। তিনি বিএটিবি’র এরিয়া ম্যানেজার পুলে একমাত্র নারী কর্মী। সাড়ে তিন বছর আগে তিনি টেরিটোরি অফিসার হিসেবে কোম্পানিতে যোগদান করেন। এই অল্প সময়ে পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করে তিনি আজকের এ অবস্থানে পৌঁছেছেন।-প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ