পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : অবৈধ ১২০ ফিট ও জিগজ্যাগ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাগহাটার মেসার্স পপি ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা, মাধবদীর মহিষাশুরা এলাকার মেসার্স আহসান উল্লাহ ট্রেডার্সকে ২ লাখ টাকা এবং শিবপুর কারারদী এলাকার মেসার্স কেবিএম ব্রিক ফিল্ড’র মালিক খোরশেদ মিয়ার নিকট থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট শাখা, পরিবেশ অধিদপ্তর নরসিংদীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক ছাড়পত্র না থাকায় ও ২,৬ ও ৮ ধারা লঙ্ঘন করায় এই অর্থদ- প্রদান করে।
ভাটার মালিকদের নিকট থেকে তাৎক্ষণিকভাবে এই অর্থ আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্টেট মোসাদ্দেক মেহেদী ইমামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সিনিয়র ক্যামেস্টি মোঃ আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহিদ, সদর দপ্তরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, র্যাবের ইন্সপেক্টর রহমানসহ পুলিশের এসআই হাবিবের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।