Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ রফতানি আয়

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি রফতানি আয়ে। গত অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও গত আট মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১২২ কোটি ২৮ লাখ ডলার আয় কম হয়েছে, যা শতকরায় ৫ দশমিক ০৮ শতাংশ। একই সঙ্গে রফতানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরী পোশাকেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য সময়ে রফতানি আয় হয়েছে ২ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২২ কোটি ২৮ লাখ ডলার বা ৫ দশমিক ০৮ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম আট মাসে রফতানি লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪০৫ কোটি ৯০ লাখ ডলার। তবে লক্ষ্যমাত্রা অর্জন না হলেও গত বছরের তুলনায় রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২২ শতাংশ।
জানা যায়, রফতানি আয়ের ৮১ শতাংশই আসে তৈরী পোশাক খাতের ওভেন এবং নিটওয়্যার রফতানি থেকে। গত আট মাসে এ দুই খাতের রফতানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে। এর মধ্যে নিটওয়্যার ১ দশমিক ৪৯ শতাংশ এবং ওভেন খাতে কমেছে ৯ দশমিক ২৮ শতাংশ। ফলে এর প্রভাব পড়েছে সামগ্রিক রফতানি আয়ে। এ সময়ে নিটওয়্যারে রফতানি আয় হয়েছে ৯০৭ কোটি ৬২ লাখ ডলার। লক্ষ্যমাত্রা ছিল ৯২১ কোটি ৩৩ লাখ ডলার। একই সময়ে তৈরী পোশাকের অন্যতম আরেক খাত ওভেনে রফতানি আয় হয়েছে ৯৫৬ কোটি ২৬ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার  চেয়ে ৯ দশমিক ২৮ শতাংশ কম।
একক মাস হিসেবে চলতি অর্থবছরের অষ্টম মাস ফেব্রæয়ারিতে ৩১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি আয় হয়েছে ২৭২ কোটি ৬১ লাখ ডলার। অর্থাৎ ফেব্রæয়ারিতে রফতানি লক্ষ্যমাত্রা কমেছে ৯ দশমিক ৬৪ শতাংশ। আর গত বছরের ফেব্রæয়ারির তুলনায় ৪ দশমিক ৪৯ শতাংশ কম।  ২০১৫-১৬ অর্থবছরে ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়ে রফতানি হয়েছিল ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলারের পণ্য। এর ওপর ৮ দশমিক শূন্য ৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে চলতি অর্থবছর ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ