Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কাবুলের সামরিক হাসপাতালে হামলায় নিহত ৩০ : আহত অর্ধ শতাধিক

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : কাবুলে অবস্থিত আফগানিস্তানের প্রধান সামরিক হাসপাতালে আইএসের হামলায় ৩০ জন নিহত হয়েছে। গতকাল পরিচালিত এ হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান কর্মকর্তারা এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
৪০০ শয্যার ওই সামরিক হাসপাতালটি আফগানিস্তানের সবচেয়ে উন্নতমানের হাসপাতাল। এটি কাবুলে মার্কিন দূতাবাসের পাশেই অবস্থিত। সেখানে হামলার খবর পেয়ে হেলিকপ্টারে করে হাসপাতালে প্রবেশ করে জঙ্গিদের হাত থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় আফগান কমান্ডোরা।
আল জাজিরার খবরে বলা হয়, দ্য সরদার দাউদ খান নামের ৪০০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসক সেজে প্রবেশ করে এক আত্মঘাতী হামলাকারি। এরপর আরো তিন বন্দুকধারী সেখানে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। হাসপাতালের এক কর্মী জানান, তিনি এক বন্দুকধারীকে চিকিৎসকের পোশাক পরে এলোপাতাড়ি গুলি করে দুইজনকে হত্যা করতে দেখেছেন। বিবিসি জানায়, কাবুলের বৃহত্তম সামরিক হাসপাতাল সর্দার দাউদ হাসপাতালে প্রথমে বোমার শব্দ শোনা যায়। এরপর শুরু হয় গুলির শব্দ। হামলাকারীরা চিকিৎসকের পোশাক পরে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে প্রাণহানির ঘটনা ঘটে।
হামলাস্থল থেকে পালিয়ে আসা আবদুুল কাদের নামে একজন চিকিৎসক বলেন, আমি একজন আত্মঘাতী হামলাকারিকে গুলি ছুড়তে দেখে সিঁড়িতে লাফ দিয়ে নেমে যাই।
ফেসবুকে দেয়া এক পোস্টে হাসপাতালের এক কর্মী লিখেছেন, ‘আমরা হামলার শিকার। আমাদের উদ্ধার করুন’।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হামলাকে মানবিক মূল্যবোধ বিবর্জিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘যে কোনো ধর্মেই হাসপাতালকে নিরাপদ ভাবা হয়। এই হামলা পুরো আফগানিস্তানে হামলার সমান’। সূত্র : আল জাজিরা, বিবিসি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ