পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : খাদ্যমন্ত্রী আ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নারীধেদর জঙ্গি হওয়া দেশের জন্য অশনি সঙ্কেত। জঙ্গি তৎপরতার সাথে নারীরাও জড়িত হচ্ছে। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া নারীদের দেখা যাচ্ছে তারাও জঙ্গি কর্মকাÐের সাথে জড়িয়ে পড়ছে।
ধর্মীয় শিক্ষা যদি থাকে তাহলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে কোনো নারীকে কেউ বিপথগামী করতে পারবে না। দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ৪২ হাজার নারী উদ্যোক্তা রয়েছে। ৫ হাজার ব্যবসা প্রতিষ্ঠানে শীর্ষ কর্মকর্তার পদে নারীরাই দখল করে আছে। গার্মেন্টসে ৮০ শতাংশ নারী কাজ করছে। এক সময় নারীদের বাড়ির বাইরে যেতে দেয়া হতো না। কিন্তু আজকে নারীরা পুরুষের সমান তালে কাজ করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবদান তা সারা বিশ্বে আজ সমাদৃত। বিশ্বে যে কয়জন ক্ষমতাধর নারী রয়েছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রীর অবস্থান কয়েকজনের পরই। বাল্যবিবাহ নিরোধ আইন নারী উন্নয়নের অন্তরায় নয়। বরং নারীদের প্রটেকশন দেয়ার জন্যই এই আইন করা হয়েছে। বাল্যবিবাহ উৎসাহিত করার জন্য নয়, নিরুৎসাহিত করতেই এই আইন তৈরি করা হয়েছে। তিনি গতকাল (বুধবার) সকালে কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভ‚মি) পারভেজুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) শিউলি রহমান তিন্নী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, কলাতিয়া কলেজের সহকারী অধ্যাপিকা ও কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বেদোরা আলী, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, আওয়ামী লীগ নেতা ইউছুফ আলী চৌধুরী সেলিম ও রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।