Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনেক জায়গায় বৃষ্টিপাত শিলাবৃষ্টি হতে পারে

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : পূবালী বায়ুমালার সাথে পশ্চিমা বায়ুর মিলনে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের অনেক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে ৪০ মিলিমিটার। এ সময় ফরিদপুরে ১৫ মি.মি, স›দ্বীপে ১০ মি.মি, সীতাকুÐে ৫ মি.মি, কুমিল্লায় ৩৪ মি.মি, ফেনীতে ২০ মি.মি, খুলনায় ৩ মি.মি, বরিশালে ৯ মি.মি বৃষ্টিপাত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরবর্তী পাঁচদিনে তাপমাত্রা বেড়ে যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ