Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে গুলি করে দেড় কোটি টাকা ছিনতাই

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সাভারে দিনদুপুরে প্রকাশ্যে জনবহুল একটি সড়কে ব্যারিকেড দিয়ে গুলি করে পোশাক কারখানার শ্রমিকদের বেতনের এক কোটি ৫৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছেন।
তবে আইন-শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক কিংবা লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি।
গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর-সিংগাইর সড়কের নাজিমনগর এলাকায় ব্যাবিলন গ্রæপের টাকা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কারখানা কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, তেঁতুলঝোড়া এলাকার ‘অবনি নিটওয়্যার লিমিটেড’ কারখানা থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৩৭-৯৯৪৪) হেমায়েতপুরের পদ্মার মোড়ে অবস্থিত ‘অবনি ফ্যাশন লিমিটেড’ কারখানায় শ্রমিকদের বেতনের টাকা নিয়ে যাচ্ছিল। তখন প্রাইভেটকারের ভেতরে কারখানার মানবসম্পদ কর্মকর্তা নাছির উদ্দিন, প্রশাসন (অর্থ) মো. শহীদ, জুনিয়র কর্মকর্তা (অর্থ) জাহিদ হোসেন ও হিসাবরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন জামান হোসেন।
প্রাইভেটকারটি হেমায়েতপুর-সিংগাইর সড়কে নাজিমনগর এলাকায় ইউটার্ন নেয়ার সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক গাড়ির গতিরোধ করে। প্রাইভেটকারের পেছনের সিটে টাকাভর্তি একটি ব্যাগ ও গাড়ির পেছনের ডালার ভেতরে টাকা ভর্তি আরো তিনটি ব্যাগ ছিল। চার ব্যাগে দুই কোটি ১৬ লাখ টাকা ছিল।
দুর্বৃত্তরা প্রথমে গুলি করে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করে, পরে ক্রিকেট ব্যাট দিয়ে গাড়ির পেছনের বাম পাশের কাচ ভেঙে সবাইকে জিম্মি করে টাকাভর্তি তিনটি ব্যাগ নিয়ে চলে যায়। যাওয়ার সময় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তবে ৬৩ লাখ টাকা ভর্তি ব্যাগটি নিতে পারেনি।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করলেও এর সাথে জড়িত সন্দেহে কাউকে আটক বা লুট হওয়া টাকা উদ্ধার করতে পারেনি।
র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আবদুুল হাকিম জানান, একটি প্রাইভেটকারে ব্যাবিলন গ্রæপের একটি কারখানা থেকে তাদের অপর একটি কারখানায় টাকা নিয়ে যাওয়ার সময় পথে হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি ছুড়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।
ব্যাবিলন গ্রæপের নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম জানান, তেঁতুলঝোড়া এলাকার ‘অবনি নিটওয়্যার লিমিটেড’ কারখানা থেকে প্রাইভেটকারে পদ্মার মোড়ে অবস্থিত ‘অবনি ফ্যাশন লিমিটেড’ কারখানায় শ্রমিকদের বেতনের টাকা নিয়ে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে ছয় যুবক নাজিমনগর এলাকায় প্রাইভেটকারটির গতিরোধ করে এক কোটি ৫৩ লাখ টাকা ভর্তি তিনটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তবে কারখানার শ্রমিকদের বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কোনো কথা বলতে না চাইলেও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আমরা তদন্ত করছি।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ