পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে জেল গেট থেকে ফের আটকের পর রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সোহেলকে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে হাজির করেন। এ সময় রমনা থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ও প্রাইভেটকার চালক আবুল কালাম হত্যা মামলায় সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়। আদালতে সোহেলের পক্ষে জামিনেরও আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে সোহেলের জামিনের আবেদন নাকচ করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৯ জানুয়ারি অবরোধ চলকালে রমনা থানা এলাকায় একটি প্রাইভেটকারে পেট্রলবোমা ছোড়া হয়। এতে প্রাইভেটকার চালক আবুল কালাম দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের এসআই আতিকুর রহমান বাদি হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। রিমান্ডের আবেদনে বলা হয়, ওই ঘটনায় সোহেলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর আগে গত সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন সোহেল। কিন্তু কারাফটক থেকেই গোয়েন্দা পুলিশের একটি দল সোহেলকে তুলে নিয়ে যায়।
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, ডেমরা, মিরপুর, আদাবর ও কালশী থানায় দায়ের হওয়া অনেকগুলো মামলা রয়েছে। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। তার বিরুদ্ধে পল্টন থানায় ২২টি, মতিঝিল, যাত্রাবাড়ী ও মুগদা থানায় তিনটি করে, দারুসসালাম, ওয়ারী ও খিলগাঁও থানায় দুটি করে, মোহাম্মদপুর, রমনা ও শাহবাগ থানায় একটি করে মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত বছর ৯ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সোহেল। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।