Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে লোকনাথ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসময় ওই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের হাউলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লোকনাথ জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র দা, রামদা, সাবল, লোহার রড নিয়ে এসে কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সকলকে হাত/পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতেরা আলমারীর চাবি না দেয়ায় লোকনাথকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে । পরে ডাকাতেরা ঘরের আলমারীর তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ, ৪৫ ভরি রূপা ও নগদ ৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে লোকনাথের বড় ভাই দিলীপের ঘরে ডাকাতি করতে গেলে স্থানীয়রা টের পেয়ে ডাকাত ডাকাত বলে ডাক-চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জ

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ