Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরাককে বাদ দিয়ে ৬টি দেশের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১:০৩ এএম

মুসলিমদের প্রতি বৈষম্যের ইঙ্গিত স্পষ্ট : নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল
ইনকিলাব ডেস্ক : ইরাককে বাদ দিয়ে ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। এর পরপরই ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, এটা কোনও মুসলিম নিষেধাজ্ঞা নয়। তবে প্রশাসনের কর্মকর্তাদের এ দাবি পুরোপুরি মানতে রাজি নন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডেরম্যান।
নতুন নিষেধাজ্ঞায় নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কয়েক মিনিট পরই এক বিবৃতি দেন এরিক। তিনিই যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মধ্যে পদাধিকার বলে ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিবৃতিতে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল বলেছেন, দেশের আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধানের ঊর্ধ্বে নন। হোয়াইট হাউস যদিও নিষেধাজ্ঞায় পরিবর্তন এনেছে তবে মুসলিমদের প্রতি বৈষম্যের ইঙ্গিত স্পষ্ট। এটা শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোরতা মানুষকে বিশৃঙ্খলায় ফেলবে তা নয়, এটা একেবারেই আমাদের মূল্যবোধবিরোধী এবং অনিরাপদ করে তুলবে।
এরিক আরও বলেন, আমার কার্যালয় নিবিড়ভাবে নতুন নির্বাহী আদেশ পর্যালোচনা করছে। নিউ ইয়র্কে বসবাসরত পরিবার, প্রতিষ্ঠান ও অর্থনীতি রক্ষায় এর বিরুদ্ধে মামলা করতে আমি প্রস্তুত আছি।
গতকাল সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন। নতুন জারি করা নিষেধাজ্ঞায় আগের তালিকায় থাকা ইরাককে বাদ দেওয়া হয়েছে। তবে অপর ছয়টি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা ঘোষণা দেওয়া হয়েছে। যৌথ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলি, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস।
ট্রাম্পের জারি করা নতুন এ নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের যেসব নাগরিকদের বৈধ ভিসা নেই তারা আগামী ৯০ দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, এ নিষেধাজ্ঞাকে মুসলিম নিষেধাজ্ঞা বলা যাবে না। কারণ এ নিষেধাজ্ঞার ফলে অন্য দেশগুলোর মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনও বাধার মুখে পড়তে হবে না।
তবে এই নিষেধাজ্ঞা আগের মতোই স্বাক্ষরের পর থেকেই কার্যকর হচ্ছে না। আগামী ১৬ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ক্ষমতা গ্রহণের পরই ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন। সূত্র : বিবিসি।



 

Show all comments
  • Nur- Muhammad ৭ মার্চ, ২০১৭, ১:১৬ পিএম says : 0
    ট্রান্পের মুসলিম বিদ্রেষ এই নীতিকে ধিক্কার জানাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ