Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশিমপুর কারাগারে যাবার পথে মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গীতে প্রিজনভ্যানে হামলা চালিয়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী উগ্রবাদী নেতা মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালিয়েছে তার সহযোগীরা। গতকাল (সোমবার) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা মোস্তফা কামাল (২২) নামের এক উগ্রবাদীকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দিয়েছে। হামলাকারী অন্য উগ্রবাদীরা পালিয়ে গেছে। আটক মোস্তফা ময়মনসিংহ জেলার পশ্চিম তারাকান্দার মোজাম্মেলের ছেলে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের ¯িপ্রন্টার, অবিস্ফোরিত ককটেল ও উগ্রবাদীদের ব্যবহৃত একটি ব্যাগ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ২টি প্রিজনভ্যান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে যাচ্ছিল। প্রিজনভ্যান দুটি টঙ্গী কলেজ গেট অতিক্রমকালে কলেজ গেটের পাশের নার্সারী থেকে ৩ যুবক প্রিজনভ্যান লক্ষ্য করে পর পর কয়েকটি ককটেল ছুড়ে মারে এবং প্রিজনভ্যানের দিকে এগিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা যুবকদের ধাওয়া দিয়ে মোস্তফা নামে একজনকে একটি ব্যাগসহ আটক করে। অপর দুই যুবক ঘটনাস্থলের উত্তর দিক দিয়ে পালিয়ে যায়। আটক যুবককে স্থানীয় পৌর অডিটোরিয়ামে শিল্প পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ওই ক্যাম্প থেকে আটক যুবককে থানায় নিয়ে যায়। জনবহুল ব্যস্ততম কলেজ গেট এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।
টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, দুটি প্রিজনভ্যানের একটিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত উগ্রবাদী নেতা মুফতি হান্নান ছিলেন বলে জানান। তাকে ছিনিয়ে নিতেই উগ্রবাদীরা এই হামলা চালিয়েছে বলে তিনি ধারণা করছেন।
র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম (পিএসসি) বলেন, আমাদের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে দুটি টিম ঘটনাস্থলে কাজ করছে। আমরা গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছি।  





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ