পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কূটনৈতিক সংবাদদাতা ঃ বিশে^র ৬০টিরও বেশি দেশে আয়োজিত স্টার্টআপ কাপের অংশ হিসেবে স্থানীয় নতুন উদ্যোক্তাদের সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে- বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭। এতে সহযোগিতা করছে নেদারল্যান্ডস সরকার ও ভারতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আভিস্কার। এ উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেদারল্যান্ডস-এর রাষ্ট্রদূত লিওনি কুলেনারা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশনের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বাংলাদেশ স্টার্টআপ কাপ প্রকল্প পরিচালক সেলিমা হোসাইন এলেন ও উপ-প্রকল্প পরিচালক মুহাইমিন খান।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭ একটি ইকোসিস্টেম তৈরিবিষয়ক উদ্যোগ। এটি একটি বছরব্যাপী ব্যবসায়িক মডেল তৈরির প্রতিযোগিতা, যা দেশজুড়ে অনুষ্ঠিত হবে। বিশেষায়িত একটি বাস বাংলাদেশের ৭ টি বিভাগীয় শহরে ভ্রমণের মাধ্যমে স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নে কাজ করবে এবং উদ্যোক্তাদের স্থানীয় স্টার্টআপ ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরি ও বিকাশে সহায়তা করবে।
বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ৭ দিন করে ইকোসিস্টেম তৈরির জন্য কর্মশালা, নির্বাচিত অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে।
আগ্রহীরা আগামী ২৫ মার্চ এর মধ্যে নধহমষধফবংয.ংঃধৎঃঁঢ়পঁঢ়.পড়স এই লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। যোগাযোগ করা যাবে ০১৭৫৪১৪১১৮৮ এই নাম্বারে।
উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবসাবিষয়ক উদ্যোগ ইনকিউবেটর হিসেবে বেটারস্টোরিজ কার্যক্রম শুরু করে। ২০১৪ সালে বেটারস্টোরিজ স্টার্টআপ ইকো সিস্টেম উন্নয়নের লক্ষ্যে অনেকগুলো ইভেন্টের আয়োজন করে যেখানে ৮০০ প্রতিযোগী অংশ নিয়ে দুটি সফল স্টার্টআপ তৈরি করে। তবে দেশের অন্য সাতটি বিভাগে খুব সামান্যসংখ্যক উদ্যোক্তাই এ সম্পর্কে জানতে পেরেছেন। তাই বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭ দেশের সাতটি বিভাগের মধ্যে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার পাশাপাশি বিলিয়ন ডলার স্টার্টআপ তৈরির জন্য সহযোগিতা করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।