Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ কার্যদিবস পরে শেয়ারবাজারে উত্থান

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : টানা পাঁচ কার্যদিবস পতনের পরে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থান হয়েছে। সোমবারের লেনদেনের মাধ্যমে এ উত্থান হয়েছে। একইসঙ্গে এদিন আর্থিক লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার এবং ইউনিটের দর বেড়েছে। স্টক এক্সচেঞ্জ দু’টির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮৯ পয়েন্টে। এর আগে টানা ৫ দিনের পতনে ৬২ পয়েন্ট কমেছিল।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচু্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩৮ কোটি ৭ লাখ। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৬১ কোটি ৮ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৭৯৪ কোটি ৪৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৬ কোটি ৬০ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০২ পয়েন্টে এবং ৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১০৪টির এবং কোনো পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা বাংলা ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, বারাকা পাওয়ার, আরএসআরএম স্টিল, সেন্ট্রাল ফার্মা, ইসলামী ব্যাংক, জাহিন স্পিনিং, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৫৪ কোটি ৭১ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৫৯ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১১ কোটি ১২ লাখ টাকার বেশি।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৯৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৩ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩০৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ৮৫টির এবং কোনো পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা বাংলা ফাইন্যান্স, বেক্সফার্মা, জিপিএইচ ইস্পাত, আইপিডিসি, বারাকা পাওয়ার, স্কয়ার ফার্মা, পিডিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইসলামী ব্যাংক এবং কেয়া কসমেটিকস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ