Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিএমএবি’র প্রতিনিধি দলের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে সাক্ষাৎ

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দি ইন্স্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর সাথে সাক্ষাৎ করেছেন।
আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকাÐ এবং দেশের অর্থনৈতিক কর্মকাÐে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
মন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং একাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন। প্রতিনিধি দলের সদস্য ইন্স্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ, সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. স্বপন কুমার বালা এফসিএমএ এবং আইসিএমএবি এর নির্বাহী পরিচালক মো. মাহ্বুব উল আলম এফসিএমএ এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ