Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গালফ ফুড ফেয়ারে ৫০ লাখ ডলারের রফতানি আদেশ পেল প্রাণ

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুডে অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের ৯৯টি দেশের ৪ হাজার দুইশ’র অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। গত ২৬ ফেব্রæয়ারি থেকে ২ মার্চ অনুষ্ঠিত হওয়া এবারের মেলায় ৫০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রফতানি আদেশ পেয়েছে প্রাণ। এ বছর দু’টি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। ২০১৩ সাল থেকে মেলায় অংশ নিয়ে আসছে প্রাণ গ্রæপ। প্রাণ এর রফতানি বিভাগের প্রধান মিজানুর রহমান জানান, গালফ ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেয়। তিনি আরও বলেন, ক্রেতাদের কাছে পণ্যের অর্ডার নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা মেলায় তাদের পণ্য প্রদর্শন করে। মেলায় প্রাণ পণ্যে দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ ও সাড়া পেয়েছেন বলেও তিনি জানান। বতর্মানে প্রাণের পণ্য বিশ্বের ১৩৪টি দেশে রফতানি হচ্ছে। গত বছরে ১৮৪ মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য রফতানি করেছে প্রাণ গ্রæপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ