পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার রহস্যজট খুলছে না। মামলা তদন্তে এ পর্যায়ে নতুন কিছু প্রশ্ন দেখা দিয়েছে। এসব প্রশ্নের জবাব খুঁজতে খুনের ঘটনায় অস্ত্র সরবরাহকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা এহতেশামুল হক ভোলাকে ফের রিমান্ডে নিয়েছে মামলার তদন্তকারী সংস্থা নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে একই মামলায় গত বছরের জুলাইয়ে ভোলাকে আরও দুই দফা রিমাÐে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি। গতকাল (রোববার) দুপুরে ভোলাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নগরীর লালদীঘির পাড়ে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান বলেন, কয়েক মাস আগে ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমাÐ চেয়ে দুইদিন পেয়েছিলাম। তখন জিজ্ঞাসাবাদ করা হয়নি। ভোলাকে জিজ্ঞাসাবাদ করে পরে আদালতে প্রেরণ করা হবে।
সূত্রমতে, চাঞ্চল্যকর এই ঘটনাটি তদন্তের মাঝ পর্যায়ে এসে হত্যাকান্ডে জড়িতদের নিয়ে বেশকিছু প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে মিতুর স্বামী ও মামলার বাদি বাবুল আক্তার এবং মিতুর পিতা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের পাল্টাপাল্টি বক্তব্য যাচাই-বাছাই করতে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে ডিবি। ইতোমধ্যে বাবুল ও মিতুর পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং বাবুলের সাবেক গাড়িচালক ও দেহরক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুনির্দিষ্টভাবে আরও কিছু প্রশ্নের উত্তর পেতেই ভোলাকে রিমান্ডে নিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এছাড়া ভোলার কাছ থেকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার চেষ্টাও করা হবে। তবে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা নিয়ে মুখ খুলেননি তদন্তকারী কর্মকর্তা।
গত বছরের ২ আগস্ট ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমাÐ মঞ্জুর করেছিলেন আদালত। এর আগে তাকে একবার পাঁচদিন ও আরেকবার তিনদিনের রিমাÐে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গত বছরের ২৭ জুন ভোলাকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী এক রিকশাচালকের কাছ থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছিল। মিতু হত্যায় অস্ত্র সরবরাহের অভিযোগে ভোলা ও রিকশাচালক মনিরের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছিল। মামলাটি এখন আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে আছে।
গত বছরের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।