Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালকা ও গুঁড়ি বৃষ্টি, বজ্রপাত এক সপ্তাহ চলতে পারে

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল (শনিবার) হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রপাত হয়েছে।
আজও (রোববার) দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কিংবা গুঁড়ি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। তাছাড়া আগামী ১৩ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক আবহাওয়া নেটওয়ার্কগুলো। পূবালী বায়ুমালার সাথে পশ্চিমা বায়ুর মিলনে এই সাময়িক বৃষ্টি হচ্ছে।
এদিকে গতকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মওসুমের প্রথম বজ্রপাতে বিকেলে টাঙ্গাইলের মধুপুরের আকাশী গ্রামে মেরাজ উদ্দিনের ছেলে স্কুলছাত্র মেহেদী হাসানের (১২) মৃত্যু ঘটে।  
আবহাওয়া বিভাগ থেকে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে ১ মিলিমিটার পরিমাণ হালকা বৃষ্টিপাত হয়েছে। সিলেট, ময়মনসিংহ, ঢাকার বিভিন্ন জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।         
আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ