Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফারাক্কা নির্মাণের পর পানি পাচ্ছি মাত্র ২০ হাজার কিউসেক-পানিসম্পদ মন্ত্রী

আগে পেতাম ৫২ হাজার

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোটার, কুষ্টিয়া : ফারাক্কা বাঁধ নিয়ে বর্তমান সরকারের পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ফারাক্কা বাঁধ নির্মাণের আগে প্রতিবছর ৫২ হাজার কিউসেক পানি পেতাম আমরা। এখন পাচ্ছি মাত্র ২০ থেকে ২৫ হাজার কিউসেক পানি।
তিনি বলেন, এখন পানির লেভেল নিচে নেমে গেছে, সে কারণে সঠিক পরিমাণে পানি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ভারত বাংলাদেশের উভয় কারিগরি টিম পরীক্ষা-নিরিক্ষা করছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী খননের কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরাও সেদিকে এগুচ্ছি।
শুক্রবার দুপুরে কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুরে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ী পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষায় ২০৫ কোটি টাকার রক্ষা বাঁধ নির্মাণের কাজ উদ্বোধনকালে পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সরকার আমাদের ইতিহাস, কৃষ্টি-কালচার রক্ষায় সর্বদা তৎপর। নির্ধারিত সময়ের মধ্যেই কুঠিবাড়ী রক্ষা বাঁধ নির্মাণের কাজ সমাপ্ত করা হবে। এ কাজ শেষ হলে পদ্মার ভাঙনে রবীন্দ্র কুঠিবাড়ী বিলীন হওয়ার আশঙ্কা আর থাকবে না। এলাকার মানুষও ভাঙন থেকে রক্ষা পাবে।
পরে মন্ত্রী ২০৫ কোটি টাকার রক্ষা বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত বিডিপিএল এই প্রকল্পের বাস্তবায়ন শেষ করবে করবে জুন ২০১৮ সালে।
এ সময় স্থানীয় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফসহ পানিসম্পদ বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দু’টি হেলিকপ্টার যোগে মন্ত্রী সহযোগীদের নিয়ে ঢাকা থেকে সুলতানপুর মাঠে এসে পৌঁছান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ