Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আজ ঢাকার ৩৫ পয়েন্টে লিফলেট বিতরণ করবে বিএনপি
স্টাফ রিপোর্টার : গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি রাজধানীর ৩৫টি পয়েন্টে লিফলেট বিতরণ করবে বিএনপি। আজ ও আগামীকাল এই কর্মসূচির পালন করবে দলটি। এজন্য ইতোমধ্যে দলের সিনিয়র নেতাদের দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে।
দলীয় সূত্র মতে, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে যাত্রবাড়ী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খানের নেতৃত্বে সদরঘাট, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন কোর্ট কাচারী, চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী গুলিস্তান, অ্যাডভোকেট ফজলুর রহমান মতিঝিল শাপলা চত্বর ও হাবিবুর রহমান হাবিব বায়তুল মোকাররম, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাব, চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদ চকবাজার, আব্দুল্লাহ আল নোমান নিউমার্কেট, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ফার্মগেট, ভাইস চেয়ারম্যান আব্দুুল আউয়াল মিন্টু কাওরানবাজার এলাকায় লিফলেট বিতরণ করবেন।
দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল আসাদ গেট, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দীন খোকন মোহাম্মদপুর টাউন হল, চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ মিরপুর-১, মিজানুর রহমান মিনু কল্যাণপুর, জয়নুল আবেদীন ফারুক মিরপুর ১০ নম্বর গোলচত্বর, আবুল খায়ের ভুইয়া মিরপুর ১১ পল্লবী, আমান উল্লাহ আমান গাবতলীতে লিফলেট বিতরণ করবেন।
দলের ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান গুলশান-১, ব্যারিস্টার শাহজাহান ওমর গুলশান-২, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বনানী মার্কেট, ইনাম আহমেদ চৌধুরী আজমপুর উত্তরা, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি রাজল²ী মার্কেট, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু খিলক্ষেত, উপদেষ্টা হেলালুর জামান তালুকদার লালু খিলগাঁও, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার শাহজাহানপুর, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বাড্ডা নতুন বাজার, চৌধুরী কামাল ইবনে ইউসুফ কাফরুল, উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার শান্তিনগর।
এছাড়া ভাইস-চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন শাহবাগ, উপদেষ্টা মনিরুল হক চৌধুরী জুরাইন গোরস্থান, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন মহাখালি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন, ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ সায়েদাবাদ বাস টার্মিনাল অবস্থান কর্মসূচি পালনের দায়িত্ব দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ