পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শাবি সংবাদদাতা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা শিক্ষাখাতে আমদানিকারক নয়, রফতানিকারক হতে চাই। শুধু সরকারের একার পক্ষে গবেষণা কাজে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এজন্য ব্যক্তিগত ও বেসরকারি প্রতিষ্ঠানেরও সহায়তা দরকার। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, গবেষণায় সাফল্য মানে মৌলিক সাফল্য। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কর্মকা-ে আরো বেশি যুক্ত হতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। গবেষকরা তাদের কাজের মধ্যে দিয়ে দেশ ও জাতি এগিয়ে নিয়ে যাবে। বিশ^বিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শাবি ভিসি ড. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম এ হালিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. জাকির হোসাইন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য ড. এ জেড এম মঞ্জুর রশিদ।
ভিসি অ্যাওয়ার্ড : গবেষণায় অবদান রাখার জন্য ২০১৫ সালে ভিসি অ্যাওয়ার্ড পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সোবহান এবং ২০১৬ সালে পেয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত। তাদেরকে এ গবেষণা সম্মেলন থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।