Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র দাখিল

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দিরাই উপজেলা সংবাদদাতা : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত মোট ৪ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে দিরাই নির্বাচন অফিসে ১ জন ও সুনামগঞ্জ নির্বাচন অফিসে ৩ জন।
মনোনয়নপত্র জমা দেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক এমপি আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনটি শূন্য হওয়ায় ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ২ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দানের শেষ দিনধার্য করা হয়। সে হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ আওয়ামী লীগসহ ৭টি দলের প্রার্থীরা বুধবার পর্যন্ত দিরাই উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তারা হলেনÑ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তার পক্ষে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, দলীয় প্রার্থী হিসেবে সামছুল হক চৌধুরীর পক্ষে আনোয়ারুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ সায়েদ আলীর পক্ষে রনেল আহমদ, জাসদের প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম। আর সুনামগঞ্জ সদর নির্বাচন অফিস থেকে গণতন্ত্রীপার্টির প্রার্থী হিসেবে গুলজার আহমদ, জাসদের প্রার্থী হিসেবে সালেহীন আহমদ চৌধুরী ও জাতীয়পার্টি (এরশাদ) প্রার্থী হিসেবে জাহির আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সূত্র মতে, বেলা ১টা ৫০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রয়াত এমপি সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা দলীয় নেতাকর্মী নিয়ে দিরাই উপজেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন মহিবুর রহমান মানিক এমপি, আব্দুল মজিদ এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।
এদিকে সুনামগঞ্জ নির্বাচন অফিসে জাতীয়পার্টি মনোনীত জাহির আলী বিকেল ৩টা ৪০ মিনিটে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষকপার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আউয়াল, সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সামছু, প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি প্রমুখ।
এছাড়া স্বতন্ত্র হিসেবে ৪টা ১৫ মিনিটে কর্মী-সমর্থক নিয়ে সুনামগঞ্জ নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন মোঃ ছায়েদ আলী মাহবুব হোসেন (রেজু)। জাসদের প্রার্থী হিসেবে সালেহীন আহমদ চৌধুরী (শুভ) দলীয় নেতাকর্মী নিয়ে সুনামগঞ্জ নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ