পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দেশের জলভাগের সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। গতকাল (বৃহস্পতিবার) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সমুদ্র জয়ের পর বাংলাদেশের সুবিস্তৃত জলভাগের বিবিধ সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। বঙ্গোপসাগরের সম্পদগুলো দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর সম্ভাবনার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এই দিকনির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।
সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে সমুদ্রগামী জাহাজ, উপকূলীয় জাহাজ, অভ্যন্তরীণ জাহাজ, রো রো ফেরি, যাত্রীবাহী মাল্টি পারপাস, বার্জ, টাগবোট, অফসোর, ফিশিং ট্রলারসহ বিভিন্ন ক্যাটাগরির জাহাজ নির্মাণ হচ্ছে। বর্তমানে দেশে ৫টি সরকারি ও ৬১টি বেসরকারি পর্যায়ে তালিকাভুক্ত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে। জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো দেশের বিভিন্ন নদীতীরবর্তী অঞ্চলে অবস্থিত।
সংরক্ষিত মহিলা আসনের অপর সদস্য বেগম কামরুন নাহার চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত বছর বর্ষা মৌসুমে নদীতে পানির প্রচ- স্রোতের কারণে নদীর পাড় ভাঙনের ফলে দৌলতদিয়া ফেরিঘাট ভেঙে যায়। এ কারণে ফেরি চলাচলে সাময়িকভাবে বিঘœ ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে সাময়িকভাবে ঘাট পুনঃনির্মাণ করে ফেরি চলাচল অব্যাহত রাখে। তাছাড়া ফেরিঘাটের সমস্যা সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন ২টি নতুন ফেরিঘাট নির্মাণ কার্যক্রম হাতে নেয়া হচ্ছে।
বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, সমস্যার স্থায়ী সমাধান করার লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশের আলোকে বর্তমান ফেরিঘাট থেকে প্রায় ২ কিঃমিঃ ভাটিতে গোয়ালন্দ নামক স্থানে ফেরিঘাট স্থানান্তরের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য ডিপিপি প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।