পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : দেশের রেল যোগাযোগ, বিদ্যুৎ, পরিবহনসহ বিভিন্ন খাতে ভারতীয় বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সহায়তা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা পরিকল্পনামন্ত্রীর সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ সহায়তা চান। এসময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি মহান স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘ঐতিহাসিকভাবেই দুই দেশের মানুষের মধ্যে রয়েছে কৃষ্টি ও সাংস্কৃতিক অভিন্নতা।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি এবং গতিশীল নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত এবং ২০৪০ সালের মধ্যে ১০টি ধনী দেশের কাতারে সামিল হওয়ার মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান।’ এসময় তিনি বাংলাদেশের রেল যোগাযোগ, বিদ্যুৎ, পরিবহন এবং বিভিন্ন অবকাঠামোগত খাতে ভারতীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হাইকমিশনারের সহায়তা কামনা করেন।
হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশে অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশের চলমান অগ্রগতি অব্যাহত থাকলে বাংলাদেশ এ অঞ্চলে অগ্রগতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।