Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে পুলিশ-জনতা মহাসমাবেশ

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, যশোর : যশোরের এসপি মোঃ আনিসুর রহমানের (বিপিএম পিপিএম বার) উদ্যোগে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল মাদক ও জঙ্গিবিরোধী পুলিশ-জনতা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মাদক ও জঙ্গির প্রতিকার-বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এই শ্লোগান নিয়ে জেলার বিভিন্ন এলাকায় সভা, সমাবেশ, নানাভাবে প্রচার-প্রচারণা ও গণসচেতনতা সৃষ্টির ধারাবাহিকতায় গতকাল বিশাল সমাবেশ করে পুলিশ সুপার জেলাব্যাপী ব্যাপক সাড়া জাগিয়েছেন। মহাসমাবেশে এমপি শেখ আফিল উদ্দীনের সভাপতিত্বে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান বিপিএম পিপিএম প্রধান অতিথি ও যশোর পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান বিপিএম পিপিএম (বার) বিশেষ অতিথি ছিলেন। এসপি নানাভাবে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রীতিমতো সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। যশোর শহর, চৌগাছা, ঝিকরগাছা, শার্শা, মনিরামপুরের পর গতকাল বাআঁচড়ায় আয়োজন করেন তিনি ব্যতিক্রমধর্মী সমাবেশ। সমাবেশ শেষে কয়েকজন সুপারস্টার সঙ্গীতশিল্পীদের দিয়ে কনসার্টের ব্যবস্থা করেন এসপি আনিস। এলাকার সরকারী বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে পুলিশ ও জনতার একটা মিলনমেলা অনুষ্ঠিত হলো। যা মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের ভিতে কাঁপন ধরেছে বলে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ মন্তব্য করেছেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তৃতায় মাদক সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আমরা যশোরকে মাদক সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করে রেকর্ড গড়বো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ