Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে সাবেক ব্যাংক কর্মচারীকে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী রেজাউল ইসলামকে (৬২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া উত্তরপাড়া ব্রিজের কাছে এই হত্যাকান্ড ঘটে। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহত রেজাউলের লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রেজাউল যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের আনসার আলীর ছেলে ও সোনালী ব্যাংকের সাবেক কর্মচারী। ব্যাংকের যশোর করপোরেট শাখা থেকে গত বছর তিনি অবসরে যান।
যশোর কোতয়ালি থানার এসআই হুমায়ূন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাতে ঘুরুলিয়া উত্তরপাড়া ব্রিজের কাছ থেকে কুপিয়ে হত্যা করা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় তার কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। তিনি মোটরসাইকেলে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনের দিকে একাধিক কোপ দেয়। এতে তার মাথা ও মুখমন্ডল ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে নিহত রেজাউলের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঘটনার সময় অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার হলেও পরে স্বজনরা নিশ্চিত করেন, লাশটি রেজাউল ইসলামের। এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি এবং মামলাও হয়নি। তবে পুলিশ হত্যা রহস্য উদ্ঘাটনে তৎপরতা অব্যাহত রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ