Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণকে কষ্ট না দিয়ে আদালতে বক্তব্য দিন-আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জনসাধারণকে কষ্ট না দিয়ে কোনো বক্তব্য থাকলে তা আদালতে উপস্থাপন করতে ধর্মঘট পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি মনে করি, রায়ের প্রেক্ষাপটে ধর্মঘট দুঃখজনক। যারা ধর্মঘট করছেন তাদের উদ্দেশ্যে আমি কেবল এইটুকু বলতে চাই, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনারা যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে আদালতের সামনে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। আইনে সেই বিধান আছে।
জনগণকে কষ্ট না দিয়ে বক্তব্য থাকলে সেটা স্পষ্ট করেন, যদি সেটা যুক্তিসঙ্গত হয়, তাহলে আমি বলতে পারি, এটা দেখা হবে। কিন্তু যদি অযৌক্তিক হয়, তাহলে এটা দেখা হবে না।
এক প্রশ্নে মন্ত্রী বলেন, এটা আদালত অবমাননা কি-না, সেটা নির্ভর করে, আদালত এটাকে কিভাবে গ্রহণ করবে তার উপর। অবমাননার ব্যাপারটা আদালতের বিবেচ্য। আদালত যদি মনে করে, আমি এটা ধর্তব্যের মধ্যে ধরব না, তাহলে এটা অবমাননা মনে করবেন না। এটাই আইন। আর যদি তিনি অবমাননা মনে করেন, তাহলে এটা অবমাননা হিসেবে নেয়া যাবে।
জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার দায়ে পাঁচ জঙ্গির ফাঁসির রায়ের বিষয়ে জানতে চাইলে  মন্ত্রী বলেন, এটাও কিন্তু বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে একটা খুনের মামলা শেষ করার অত্যন্ত উজ্জ্বল উদাহরণ। যে গতি বিচারিক আদালতে এসেছে, এই গতি ধরে রাখলে নতুন করে মামলা জট হবে না।
মন্ত্রী আরো বলেন, কুনিও হোশির ঘটনার পর আরো কিছু ঘটনা আমরা দেখেছি। তিনজন বিদেশির ঘটনা খুব তাড়াতাড়ি ঘটে। এরপর যখন আইন প্রয়োগকারী সংস্থা যখন ব্যবস্থা নিতে শুরু করে, তখন এসব ঘটনা আস্তে আস্তে কমতে থাকে। হলি আর্টিজানের পরও অনেকে বলেছে, বাংলাদেশ এই ধাক্কা সামলে উঠতে পারবে না। কিন্তু আমরা দেখেছি, ওই ঘটনার পরও বাংলাদেশ ওই ধকল সামলে উঠেছে।  আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ