Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীর ট্যাম্পাকো কারখানার উদ্ধারকৃত মালামালে আগুন

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকান্ডের পর উদ্ধার করে সিলমুন এলাকায় রাখা পরিত্যক্ত মালামালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মোরশেদুল ইসলাম জানান, গত ১০ সেপ্টেম্বর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকান্ডের পর সেখান থেকে উদ্ধার করা পরিত্যক্ত মালামাল রাখা হয় সিলমুন বাজার এলাকার রফিকুল ইসলামের গুদামে এবং এর সামনে রাস্তার পাশে। গত রাত পৌনে ১০টার দিকে রাস্তার পাশে রাখা মালামালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ