Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতন ঘটেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২০ পয়েন্টে। রোববার একই সূচক বেড়েছিল ৯ পয়েন্ট। তবে বৃহস্পতিবার ডিএসইএক্স কমেছিল এক পয়েন্ট। সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৯ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৭৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৪ কোটি ১২ লাখ।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২০ কোটি ২৯ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৩৯৩ কোটি ৯০ লাখ টাকা। সুতরাং এক কার্য দিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৭২ কোটি ৯০ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৩০৭ পয়েন্টে এবং ৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২৯ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লংকা-বাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, বারাকা পাওয়ার, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বিডি, এএফসি অ্যাগ্রো, বেক্সিমকো লিমিটেড এবং অ্যাপোলো ইস্পাত।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৫৯ কোটি ৪৮ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৯০ কোটি ৯৩ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৩১ কোটি ৪৫ লাখ টাকার বেশি।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৯ দশমিক ০৮ পয়েন্ট কমে ১০ হাজার ৫৪৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৩ দশমিক ১৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৯০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ২৭৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ২০ পয়েন্ট কমে ১৫ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৫১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিডেট, বেঙ্গল উইন্ডসর, তিতাস গ্যাস, ফিনিক্স ফাইন্যান্স, সিঙ্গার বিডি, কেয়া কসমেটিকস এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ