পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
‘আলু রোপন ও উত্তোলন যন্ত্র তৈরি এবং ব্যবহারের উপর’ মেশিনারি ওয়ার্কশপের টেকনিক্যাল স্টাফ ও অপারেটরদের প্রশিক্ষণ শীর্ষক অনুষ্ঠান গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগ এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ড. বীরেশ কুমার গোস¦ামী, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) মো: শোয়েব হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো: আমজাদ হোসেন, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো: আব্দুল আজিজ এবং এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: এছরাইল হোসেন উপস্থিত ছিলেন।
ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর পটেটো হার্ভেস্টার উদ্ভাবন করে কৃষক পর্যায়ে আলু তোলার কাজ শুরু করেছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আলু চাষিদের উৎপাদন খরচ কমাতে ও কৃষি কাজে শ্রমিক সাশ্রয়ী প্রযুক্তির কথা ভেবে, পটেটো হার্ভেস্টার তৈরি করে। এটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র পয়ত্রিশ হাজার টাকা। পাওয়ার টিলারের সংগে এ মেশিন লাগিয়ে প্রতিদিন ১০-১২ বিঘা জমির আলু তোলা যায়। এ মেশিনের সাহায্যে আলু তোলা হলে লেবার খরচ অর্ধেকেরও অনেক কম হয় বলে কৃষি কর্মকর্তা ও কৃষকরা জানান। প্রতি বিঘা জমিতে আলু তোলার সময় ৮-৯ জন লোক লাগে। পাশপাশি গরুর লাঙ্গল বা লাঙ্গল খরচ লাগে। এতে বিঘা প্রতি ৪০০০ হাজার টাকা খরচ হয়। তারপরও অনেক আলু মাটির নিচে ছাড়া পরে। এদিকে পটেটো হার্ভেস্টার দিয়ে আলু তোলা হলে মেশিন ভাড়া ও লেবার খরচসহ মোট বিঘা প্রতি খরচ পড়ে প্রায় ১২০০ টাকা। মাটির গভীরে কোনো আলু থাকে না। এমনকি আলু তোলার সময় আলু কেটেও যায় না। ফলে কৃষকরা আর্থিক ভাবে লাভবান হচ্ছেন।
আলু তোলার মৌসুমে লেবারের দাম বেড়ে যায়। এক সাথে ঠিকমতো লেবার পাওয়া যায় না। যদি এ পটোটো হার্ভেস্টার কৃষক পর্যায়ে ব্যবহার বৃদ্ধিকরা যায় তা হলে হাজার হাজার আলু চাষি লাভবান হবেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের প্রধান কৃষি প্রকৌশলী ড. মো: এছরাইল হোসেন পটেটো হার্ভেস্টার উদ্ভাবন সম্পর্কে বলেন, আলু চাষিদের উৎপাদন খরচ কমাতে ও কৃষি কাজে শ্রমিক সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের কথা ভেবে, এ পটেটো হার্ভেস্টার তৈরি করা হয়। ইতোমধ্যে জনতা ইঞ্জিনিয়ারিং, চুয়াডাঙ্গা এবং পদ্মা ইঞ্জিনিয়ারিং, রাজশাহী স্বল্প আকারে পটোটো হার্ভেস্টার তৈরি ও কৃষকের মাঝে বিক্রি শুরু করেছে।- প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।