পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় তাপসহিষ্ণু বারি ২৬ জাতের উন্নত মানের গমবীজের সফল উৎপাদন হয়েছে। স্বলমেয়াদী উচ্চফলনশীল জাতের এ গম কম সেচে উৎপন্ন হওয়ায় এ গম আবাদে আগ্রহী হয়েছেন কৃষকরা।
সম্প্রতি পাবনার আতাইকুলা থানার কাছারপুর গ্রামে চাষি পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় গমবীজ উৎপাদন ও প্রদর্শনী শীর্ষক এক মাঠ দিবসে এ কথা জানান।
কৃষি স¤প্রসারণ অধিদফতর পাবনার উপ-পরিচালক বিভ‚তিভূষণ সরকারের সভাপতিত্বে মাঠ দিবসে উন্নত গমবীজ বারি ২৬ এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন চাষি পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. সারওয়ার আলী। বক্তারা বলেন, মাত্র ১০৫ থেকে ১১৫ দিনে উৎপাদনশীল বারি ২৬ গমের ফলন হেক্টর প্রতি সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ টন। যা সাধারণ গমের তুলনায় শতকরা ১০ ভাগ বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।