Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমবায় খাত থেকে মতলববাজদের বিতারণ শুরু হয়েছে -রাঙ্গা

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের সহায়ক শক্তি সমবায় খাত হতে ভূঁইফোর অসৎ ও মতলববাজদের বিতারণের কাজ শুরু হয়েছে। সমবায়ীদের স্বার্থবিরোধী অপশক্তির কোনো ছাড় দেয়া হবে না। গতকাল তেজগাঁও এ দি-খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়নের সভাপতি বাবু মার্কুজ গমেজ এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী নেতা নির্মল রোজারিও, আগষ্টিন, পিউারী ফিকেশন ও সংগঠনের সেক্রেটারী পংকজ গিলবার্ট কস্ট। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সমবায়ী খাতের সংস্কারের মাধ্যমে দেশকে দারিদ্র্যশূন্য ও কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। তিনি সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প, সমবায়ভিত্তিক গবাদী পশুপালন, শস্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে সমবায়ীদের জীবন মানের বিকাশ ঘটাতে সক্ষম হয়েছে। এসব কর্মকাÐের মাধ্যমে দেশের প্রায় ৩ কোটি নর-নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন। তিনি দি-খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সমবায়বান্ধব বিভিন্ন চলমান কার্যক্রমের সন্তোষ প্রকাশ করে বলেন, সংগঠনটির সার্বিক উন্নয়নে এলজিআরডি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সাহায্য-সহযোগিতা প্রদান করা হবে। এর আগে প্রতিমন্ত্রী ক্রেডিট ইউনিয়নটির নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ