Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে ১৪ মার্চ আদালতে হাজিরের নির্দেশ

রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলায়

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১৪ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরের জন্য দিনধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে দিন ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলা। গতকাল এসব মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।



 

Show all comments
  • Nur-Muhammad ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ৭:৫৪ এএম says : 0
    আদালতের প্রতি সন্মান রেখে বলছি, দেশ নেত্রী ও জন নেত্রী দুজনই আমাদের গর্ব। তাদের কারও প্রতি একটুকু ও যেন অবিচার না হয় তা খেয়াল রাখুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ