পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : শেখ শওকত হোসেন নিলু ন্যাশনাল পিপলস পাটি (এনপিপি‘র) থেকে প্রেসিডিয়াম সদস্যসহ ৪৪ জন নেতা পদত্যাগ করেছেন। গতকাল সোমবার রাজধানীর সেগুবাগিচাস্থ ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এতে উল্লেখ করা হয়, সরকারের সঙ্গে দালালির অভিযোগসহ বিভিন্ন অনিয়মনের কথাও জানানো হয। এতে আরো বলা হয়, দলের ভিতর অগণতান্ত্রিক বিশৃঙ্খলা অনিয়ম, অনাচার ও অগঠনতান্ত্রিক কার্যকলাপ চালিয়ে আসিতেছে। বহুবার আলোচনা করেও কোন সুফল পাওয়া যায়নি। অন্যদিকে অনিয়ম বেড়েই চলছে। ইতোমধ্যে দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল দল থেকে পদত্যাগ করেছেন। নিম্ন স্বাক্ষরকারী পদত্যাগ করলাম। দলটির প্রেসিডিয়াম সদস্য মনির হোসেন, আলহাজ হারুন অর রশিদ ইরফানুল হক সিদ্দিকী, শহিদুল ইসলাম শহীদ, রওশন আলম, আব্দুল হান্নান, যুগ্ম সচিব ফজলুল হক, চৌধুরী মোস্তাক আহম্মেদ, মো. মোস্তফা কামাল বাদল, মনিরুজ্জামান বকুল, মো. এমাদুল রানা মোশাররফ হোসেন বকুল, আনিসুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুল মতিনসহ ৪৪ জন নেতা পদত্যাগ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।