Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্যায় পদক্ষেপে জনতা বিক্ষুব্ধ হবে গ্যাসের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের প্রতি জুলুম করা হবে -মাও. শাহ্ আতাউল্লাহ

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেছেন, প্রতিমাসে জনগণ থেকে বিদ্যুত ও গ্যাসের বিল নেয়া হচ্ছে অথচ অনেক এলাকায় রান্নার চুলায় গ্যাস থাকে না। জনগণের ন্যায্য পাওনা বিদ্যুত ও গ্যাস না দিয়ে প্রতিমাসে জনগণের ঘাড়ে অতিরিক্ত বিল চাপিয়ে দেয়া দেশের সাধারণ মানুষের উপর জুলুম। সাধারণ গ্রাহকদের জন্য গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে গ্যাসের মূল্য বাড়ানো হলে জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে পড়বে।   
গতকাল রোববার বাদ আসর রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় ওলামায়ে কেরামের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন, এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুলাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সুলতান মহিউদ্দিন ও মাওলানা সানাউল্লাহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ