পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরীতে ট্যানারি স্থানান্তরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বারবার আলটিমেটামের পর এবার সময় বেঁধে দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, চলতি বছরের জুনের মধ্যে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরীতে ট্যানারি স্থানান্তর করতে হবে। অন্যথায় যারা স্থানান্তর করতে পারবে না তারা সমস্যায় পড়বে। গতকাল রোববার চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের বর্ষসেরা পণ্য ঘোষণা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন। এদিকে সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০১৬-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়, জুতা উৎপাদনে বিশ্বের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের ‘বর্ষপণ্য’ ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক বছরে ৩৫ কোটি জোড়া জুতা তৈরি করেছে বাংলাদেশ।
চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) স্থাপনের ব্যয় ট্যানারি মালিকরা নয়, সরকার বহন করবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ট্যানারি স্থানান্তরে মালিকদের অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে সিইটিপি স্থাপন ব্যয় তাদের জন্য আলাদা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই আমি অর্থ মন্ত্রণালয়কে বলব, সিইটিপি স্থাপনে সব খরচ যেন তারা বহন করে। অবশ্যই এ বিষয়ে অর্থমন্ত্রী আমার কথা রাখবেন।
তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে চামড়াজাত পণ্য রফতানি করে ১১৬ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার আয় করেছে। দেশের দ্বিতীয় রফতানি খাত হিসেবে চামড়াজাত খাত ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকলে এ খাতে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় করা সম্ভব। একই সঙ্গে আগামী ১০ বছরে চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্য বিশ্ব অর্থনীতিতে অন্যতম প্রতিযোগী দেশ হবে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রফতানি পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণ, শিল্পায়ন উৎসাহীকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণের লক্ষ্যে প্রতি বছর রফতানিযোগ্য সম্ভাবনাময় পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণার বিধান রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের বর্ষপণ্য ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো: শাহিন আহমেদ, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।