Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে শাওনের মামলা

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন যুক্তরাষ্ট্র প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেছেন। গতকাল দুপুরে আইসিটি অ্যাক্টে ৫৭ ধারায় ধানমন্ডি থানায় এ মামলাটি করেন অভিনেত্রী-পরিচালক শাওন। যেখানে আগের অভিযোগের সঙ্গে যোগ করা হয়েছে অনালাইনে হয়রানির বিষয়টি।  এর আগে শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছিলেন তিনি। ফেসবুক লাইভে অশালীন মন্তব্য ও জীবননাশের হুমকির প্রেক্ষিতে এ জিডিটি করেছিলেন।  
শাওন বাংলা বলেন, ‘গত তিন-চার দিন ধরে বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যা গল্প ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে। আমাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন। এগুলো আমার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়। তাই আমি জিডিটি করি। পরবর্তী পদক্ষেপ হিসেবে গতকাল রেববার ১২টার দিকে ধানমন্ডি থানায় মামলাটি করলাম।
এদিকে জানা যায়, মামলার পাশিপাশি শাওন পুলিশকে বেশ কিছু প্রমাণাদি উপস্থাপন করেছেন। যেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এদিকে বান্টি মীরের বিষয়ে শাওন জানিয়েছিলেন, বান্টি মীর নামের কারো সঙ্গে তার কখনো কোনো পরিচয় ছিল না। তিনি এই ব্যক্তি সম্পর্কে জানেনও না। ভিডিও লাইভের মাধ্যমে যেসব কথা তিনি শাওনের বিরুদ্ধে প্রচার করে আসছেন, সেসবের কোনো সত্যতা নেই বলে দাবি শাওনের। এদিকে বান্টি মীরের সঙ্গে ফেসবুকে এ বিষয়ে যোগাযোগ করলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন তিনি। এসব এখন ফেসবুক ভাইরাল।
অভিনেত্রী শাওন আরো বলেন, ‘বান্টি মীর নামের এক ব্যক্তি গত কয়েক দিন ধরে আমার ব্যাপারে মিথ্যা ও অশালীন বক্তব্য প্রচার করছেন। এমনকি আমাকে জীবননাশেরও হুমকি দিয়েছেন।’
মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন বান্টি মীর। ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে ‘ডুব’ সিনেমায় হুমায়ূন আহমেদের জীবনের ঘটনাকে দেখানো হচ্ছে আশঙ্কা করে আপত্তি তুলেছেন শাওন।
এর আগে শাওনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে স্থগিতাদেশ দেয়া হয় ‘ডুব’ ছবির অনাপত্তি পত্রে। সে কারণে নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা পড়ার আগেই থমকে যায় চলচ্চিত্রটির বাংলাদেশে মুক্তি প্রক্রিয়া। তবে ছবিটি আন্তর্জাতিক মুক্তিতে কোনো বাধা রয়েছে কি-না সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ