Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় ১৮ লাখ টাকার মালমাল লুট : গ্রেফতার-১

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লার সেহাচর তক্কারমাঠ এলাকায় সউদী প্রবাসী জহিরের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। গতকাল রোববার রাতে যে কোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সালামা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সজল (২২) নামের এক জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, সউদী প্রবাসী মো. জহির ছয় মাসের ছুটি ভোগ করার পর গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সউদী আরবের উদ্দেশে ফতুল্লা সেহাচর তক্কার মাঠ এলাকার বাসা থেকে ঢাকায় শাহজালাল বিমান বন্দরের উদ্দেশে রওনা হন। তার সাথে তার স্ত্রী ও দুই মেয়ে এয়ারপোর্ট যান। এরপর জহিরকে বিমানে উঠিয়ে দেয়ার পর তার স্ত্রী সালমা ও দুই মেয়ে ঢাকার এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। তারা সেখানে শুক্রবার ও শনিবার দুই রাত অবস্থান করেন। গতকাল রোববার সকাল ৮টায় পাশের বাড়ির তার ভাতিজা অনিক ফোন করে জানায়, তাদের ঘরের দরজা ভাঙা। সালমা এ কথা শুনে  তাৎক্ষণিক ফতুল্লার তক্কারমাঠ বাসায় চলে আসেন। বাসায় এসে তিনি দেখেন স্টিলের  দরজার সিটকারি ভাঙা ও দরজা খোলা। এর পর ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের আসবারপত্র এলোমেলো ও স্টিলের আলমারির তালা ভাঙা। পরে তিনি দেখতে পান তার স্টিলের আলমারিতে রাখা প্রায় ৩০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা পাঁচটি দামী মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র সঙ্গবদ্ধ চোরের দল লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা। এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে সেহাচর তক্কারমাঠ এলাকার সিরাজ মিয়ার ছেলে সজলকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত প্রধান আসামি সজলকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে এসআই মিজানুর রহমান-৩ জানান, এঘটনায় সজল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে স্বজলের বাড়ির লোক জন জড়িত থাকতে পারে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ