Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাসিকের হোল্ডিং কর আদায় বন্ধের আদেশ স্থগিত

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি করপোরেশনের নতুন হোল্ডিং ট্যাক্সের কার্যক্রম ছয় মাসের জন্য হাইকোর্ট কর্তৃক দেয়া স্থগিতাদেশের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ফলে এখন হতে হোল্ডিং কর আদায় বা নির্ধারণে আর বাধা নেই বলে জানিয়েছে সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ। গতকাল গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয় জনৈক আলী আকবর প্রামানিক ও অন্যান্যগণ কর্তৃক সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের হয়। উক্ত মামলা গত ২৪ জানুয়ারি  তারিখে সিটি করপোরেশন ট্যাক্সেশন রুলস ১৯৮৬ এর ২০ ও ২১নং বিধির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে রাজশাহী সিটি করপোরেশন উক্ত রিট পিটিশনের আদেশের বিরুদ্ধে ৩৭৫/২০১৭ নং লিভ টু আপিল দায়ের করে। আদালত উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্ট বিভাগ কর্তৃক ২৪ জানুয়ারির প্রদত্ত আদেশ গত ২৬ ফেব্রুয়ারি স্থগিত ঘোষণা করেছেন। ফলে রাজশাহী সিটি করপোরেশন হোল্ডিং কর আদায় বা নির্ধারণে আর কোনো বাধা নাই। রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকগণ হোল্ডিং খোলা বা হোল্ডিং কর পরিশোধ করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ