Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে জাকির খানের জানাজা সম্পন্ন : দাফন হবে ফেঞ্চুগঞ্জে

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নিউইয়র্ক থেকে সালাহউদ্দিন আহমেদ : হাজারো প্রবাসীর শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন কমিউনিটির অতিপরিচিত মুখ, বাংলাদেশী-আমেরিকান বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান। গত শুক্রবার তার নামাজে জানাজায় অংশ নিয়ে সর্বস্তরের হাজারো প্রবাসী অশ্রæসিক্ত নয়নে তাকে বিদায় জানান। জানাজা অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকদের মধ্যে নিউইয়র্ক স্টেট সিনেট রুবিন দিয়াজ ও স্টেট অ্যাসেম্বলিম্যান এটর্নী সেপুলভেদাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে মরহুম জাকির খানের লাশ বাংলাদেশে তার নিজ গ্রাম সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য শুক্রবার রাতেই ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাকিরের লাশ ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রæয়ারি সন্ধ্যায় তিনি ব্রঙ্কসে নিজ ভাড়া বাসার সামনে বাসার মালিক তাহার মাহরানের ছুরিকাঘাতে নিহত হন। জাকির খানকে হত্যার অভিযোগে সোমবার রাতেই পুলিশ তার বাড়ি মালিক মিশরীয় বংশোদ্ভুত তাহার মাহরানকে (৫১) আটক করেছে। তার বিরুদ্ধে সেকেন্ড ডিক্রি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাহার দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছর কারাদÐ হতে পারে বলে আইনজ্ঞরা জানিয়েছেন। বাসা ভাড়া দেয়া না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাÐ সংঘটিত হয় বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ