পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জেলা সংবাদদাতা ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জেলা ইজতেমার আয়োজনের সাফল্য কামনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, আজকে দেশের মানুষ ভাল নেই, একের পর এক চাপিয়ে দেয়া হচ্ছে। আর্থিক অবস্থার প্রতিকূল হয়ে যাচ্ছে। এমনিতেই জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। সেইভাবে আয় নেই। সরকারি সিদ্ধান্তের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে গ্যাসের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। এতে করে সমগ্র বাংলাদেশের অর্থনীতির উপড় চাপ পড়বে। স্বাভাবিকভাবে মানুষের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। ইত্যোমধ্যে বামপন্থী দলগুলো অর্ধদিবস হরতাল ডেকেছে আমরা মনে করি হরতালটি প্রতিবাদ। এ হরতালে সকলের অংশগ্রণ করা উচিত। আমরাও দলের পক্ষ থেকে এ হরতালকে সমর্থন জানাচ্ছি।
তিনি গতকাল (শনিবার) বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্টপুর ইক্ষু খামার জেলা ইজতেমা ময়দানে শরিক হয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।