Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায় বৃদ্ধির পাশাপাশি জনগণের ভোগান্তি বাড়বে ডিসিসিআই

গ্যাসের দাম বৃদ্ধি

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : গৃহস্থলী ও শিল্পখাতে দুই ধাপে গ্যাসের দাম বৃদ্ধির ফলে ব্যবসায় বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি বাড়বে বলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রতিক্রিয়া ব্যক্ত করছে। গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্যবসায়ী সংগঠনটি।
ডিসিসিআই মনে করে, বর্তমানে গৃহস্থলী ও শিল্প খাতে চাহিদা মাফিক গ্যাস সংযোগ প্রদান করা যাচ্ছে না, উপরন্তু গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পণ্য উৎপাদন, রপ্তানি এবং পণ্য পরিবহনসহ ব্যবসায়িক সকল কর্মকাÐের ব্যয় বৃদ্ধি পাবে। যার ফলে খুচরা বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, মূল্যস্ফীতি বাড়বে এবং সাধারণ জনগণ ভোগান্তির শিকার হবে।
ঢাকা চেম্বার উদ্বেগের সাথে জানাচ্ছে যে, দেশের ব্যবসায়ী সম্প্রদায় আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। এমতাবস্থায় এ ধরনের সিদ্ধান্ত তৈরি পোশাক এবং স্থানীয় উদ্যোক্তাবৃন্দ আন্তর্জাতিক বাজারে টিকে থাকার ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
এছাড়াও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বাড়বে এবং ভবিষ্যতে বিদ্যুতের মূল্য বাড়ানোর আশংকা রয়েছে। সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্তের কারণে দেশের কৃষিখাত বিশেষ করে ধান উৎপাদনে নেতিবাচক প্রভাবের আশংকা রয়েছে।
ডিসিসিআই বিশ্বাস করে, সরকার সার্বিক অবস্থা বিবেচনায় এবং সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে গ্যাসের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবে। পাশাপাশি গ্যাস সংকট নিরসনে নিজস্ব কয়লার ব্যবহার বৃদ্ধি এবং নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান বিশেষ করে, সমুদ্র এলাকয় গ্যাস কুপ অনুসন্ধানে বাপেক্স’র কর্মকান্ড আরো জোরদার করা প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ