Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত দিনের মধ্যে হাতে পাসপোর্ট পাবেন প্রবাসীরা-স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাতদিনের মধ্যে হাতে পাসপোর্ট পাবেন প্রবাসীরা। পূর্বের নিয়মে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসীদের কাছে পাসপোর্ট পাঠাতে দুই থেকে তিন মাস সময় লাগত। এ লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফেডেক্স-এর সঙ্গে চুক্তি সই করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর। নতুন এ চুক্তির পর তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসে পাসপোর্ট পৌঁছে যাবে। সর্বোচ্চ সাত দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন প্রবাসীরা।
গতকাল শনিবার বহিরাগমন ও পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আগারগাঁও পাসপোর্ট অধিদফতরের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরের পর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
পাসপোর্ট পেতে দুর্নীতি ও পুলিশ ভেরিফিকেশনের কারণে হয়রানির ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, দু’একজন দুর্নীতি করে বা দুর্নীতি করার অপচেষ্টা করে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নেয়া হয়। আর যিনি পাসপোর্ট নিচ্ছেন তার সম্পর্কে জানতে ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। এছাড়া বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ