Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পটিয়ায় শিক্ষকদের উদ্দেশে এমপি মোবাইল ফোনে কথা বললে সাসপেন্ড করা হবে

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা ঃ পটিয়ার এমপি প্রাথমিক ও গণশিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য আলহাজ সামশুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক হারে অর্থ ব্যয় করছেন। পটিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৫ ভাগ বিদ্যালয়ে দ্বিতল নতুন ভবনসহ বিভিন্ন শিক্ষার উপকরণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। সেক্ষেত্রে শিক্ষকদের গাফলতির কারণে শিক্ষার্থীরা যদি প্রাথমিক শিক্ষায় ভালোভাবে গড়ে উঠতে না পারে তাহলে সকলের ব্যর্থতা প্রমাণ হবে। কোন শিক্ষক সময় মত বিদ্যালয়ে না আসলে এবং বিদ্যালয়ের ক্লাস রুমে মোবাইল ফোনে কথা বললে ওই শিক্ষককে সাসপেন্ড করা হবে। গতকাল (শনিবার) পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর মৈতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ্র সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগ নেতা নুরুল হাকিম, পটিয়া উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আবদুল খালেক, পৌর আ’লীগ নেতা নাছির উদ্দিন পদ্মা, রতনপুর মৈতলা প্রাথমিক বিদ্যালয় এসএমসির সভাপতি ইউসুপ নবী টিপু, পৌরসভা যুবলীগ সভাপতি নুরুল আলম সিদ্দিকী, আ’লীগ নেতা রতন চক্রবর্তী প্রমুখ। সভায় স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের বিভিন্ন বিষয়ে জনগণের সামনে মুখোমুখী প্রশ্ন করে। এসময় সংসদ সদস্য রতনপুর মৈতলা প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন দ্বিতলা ভবন, ওয়াশ বøক ও নলকূপ ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ