Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যথাসময়ে শেষ হবে খালেদা জিয়ার বিচার : তথ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের একচুলও ছাড় দেয়া হবে না। আদালতে খালেদা জিয়ার বিচার হচ্ছে, যথাসময়ে বিচার শেষ হবে। গতকাল শনিবার সিলেট সার্কিট হাউজে জাসদের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু আরো বলেন, ২০১৯ সালে জাতীয় নির্বাচন হবে। সে নির্বাচনে যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যাকারীদের সুযোগ নিতে দেয়া হবে না। জঙ্গি সন্ত্রাসীরা গণতন্ত্র ও রাজনীতি থেকে বাদ পড়লে গণতন্ত্র দুর্বল হয় না, বরং শক্তিশালী হয়। সমাবেশে সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি আ ত ম ছালেহের সভাপতিত্বে ও সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আবদুল আউয়াল প্রমুখ। এদিকে, বিভাগীয় সমাবেশে সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে জাসদের প্রার্থী হিসেবে আমিনুল ইসলামের নাম ঘোষণা করেন তথ্যমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ